প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, চব্বিশের লোকসভায় বিজেপির প্রার্থী তালিকায় একাধিক হেভিওয়েটের নাম চোখে পড়লে ভোট লড়ছেন না দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন? কারণ তাঁর ভোট লড়ার মতো অর্থই নেই! নিজেই জানিয়েছেন নির্মলা। দলের তরফে তাঁকে নির্বাচনে লড়াইয়ের প্রস্তাব দেওয়া হলেও, তা ফিরিয়ে দিয়েছেন বলেই জানান অর্থমন্ত্রী।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, বিজেপি সভাপতি জেপি নাড্ডা তাঁকে অন্ধ্র প্রদেশ বা তামিলনাড়ু থেকে লড়াই করার প্রস্তাব দিলেও সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।
Saltlake Murder: রক্তে ভেসে যাচ্ছে ঘর! এত নিঃশব্দে নৃশংস হত্যা! বিশ্বাস হচ্ছে না পড়শিদের
খোদ অর্থমন্ত্রীর কাছেই নির্বাচনে লড়াই করার মতো টাকা নেই কেন প্রশ্ন করা হলে নির্মলা সীতারামন বলেন, “দেশের টাকা আমার নয়। আমার বেতন, উপার্জন, সঞ্চয় আমার নিজস্ব, সেটা দেশের অর্থ নয়।”