বাড়ি তৈরি করার টাকা না পেয়ে এক কিশোরকে খুন করার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গোরেগাঁও-এর বদলাপুর এলাকায়। মৃত কিশোরের নাম ইবাদত। তার বয়স ৯ বছর। এবং অভিযুক্তের নাম সলমন মৌলবি।
কী ঘটেছে?
জানা গিয়েছে, সোমবার বিকালে স্থানীয় একটি মসজিদে প্রার্থনা করতে গিয়েছিল ইবাদত। তারপর থেকে নিখোঁজ হয়ে যায় সে। এর কিছক্ষণ পর ইবাদতের বাড়িতে একটি ফোন আসে। সেখানে জানানো হয় বাড়ি তৈরির জন্য ২৩ লাখ টাকা না পেলে ওই কিশোরকে খুন করা হবে। তারপর গভীর রাতে গ্রামেরই একটি পুরনো বাড়ি থেকে ইবাদতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
Read More-তারকা প্রচারক আদর্শ আচরণবিধি না মানলে কড়া পদক্ষেপ কমিশনের, বিপাকে পড়তে পারে দল
ফোন নম্বরের সূত্র ধরে সলমনকে গ্রেফতার করে পুলিশ। তিনি পেশায় একজন দর্জি। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ। এই ঘটনার সঙ্গে শুৎু শলমন জড়িত নাকি এর পিছনে অন্য কেউ জড়িত রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে।