রাজস্থানের উদয়পুরে দর্জি খুনের (Udaipur Murder Case) ঘটনার NIA-কে তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry Of Home)। এই নৃশংস খুনের ঘটনায় আন্তর্জাতিক কোনও সংগঠনের যোগ আছে কিনা, তাও খতিয়ে দেখা হবে। এদিকে উদয়পুরের ঘটনা নিয়ে টুইটারে ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বুধবার এই ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, "উদয়পুরের দর্জি কানাইহা লাল তেলির খুনের ঘটনায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তদন্তভার নেবে। কোনও আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যোগ আছে কিনা, তাও তদন্ত করে দেখা হবে।"
আরও পড়ুন: উদয়পুরে খুনের ঘটনার জেরে রাজস্থানে ২৪ ঘণ্টা বন্ধ ইন্টারনেট পরিষেবা, জারি ১৪৪ ধারা
এদিন এই ঘটনা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়A। তিনি টুইটে লেখেন, "হিংসা ও চরমপন্থী নীতি একেবারেই গ্রহণযোগ্য নয়। তা যে কারণেই হোক। উদয়পুরের ঘটনায় আমার গভীর সমবেদনা। আইন নিজের পথে চলবে। সবাইকে শান্তি বজায় রাখার অনুরোধ করছি।"