মানব পাচার ঘটনার তদন্তে একযোগে ১০টি রাজ্যে তল্লাশি চালাল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এরাজ্যের বারাসতের এক ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। জানা গিয়েছে তাঁকে আটক করা হয়েছে। যদিও এবিষয়ে এখনও কিছু জানায়নি তদন্তকারী সংস্থা। বারাসত ছাড়াও ঠাকুরনগরের একটি এলাকাতেও তল্লাশি হয়েছে বলেও কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি।
NIA সূত্রে জানা গিয়েছে, ত্রিপুরা, অসম, পশ্চিমবঙ্গ, কর্নাটক, তামিলনাড়ু, তেলাঙ্গানা, হরিয়ানা, পন্ডিচেরি, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীরে অভিযান চালানো হয়েছে। মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাত থেকে বিভিন্ন ফ্ল্যাটে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। বারাসত নবপল্লির ১১ নম্বর রেলগেট সংলগ্ন এলাকার বাসিন্দা সঞ্জীব দেব। তাঁর বাড়িতেও তল্লাশি চালায় NIA অফিসাররা।
সূত্র মারফত জানা গিয়েছে, বারাসতের ব্যবসায়ী সঞ্জীব দেবের ফ্ল্যাটে বুধবার ভোরে তল্লাশি চালানো হয়। দুটি গাড়ি করে NIA অফিসাররা সেখানে পৌঁছন। বেশ কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। বারাসত চাঁপাডালি এলাকায় তাঁর একটি ট্রাভেলসের অফিস রয়েছে। সঞ্জীবকে সঙ্গে নিয়েই সেখানে পৌঁছন NIA গোয়েন্দারা।
যদিও সঞ্জীব দেবের স্ত্রী জানিয়েছেন, এবিষয়ে তিনি কিছুই জানেন না। ব্যবসার কাজে তাঁর বাড়িতে ১৫ লাখ টাকা ছিল। ওই টাকাও গোয়েন্দারা নিয়ে গিয়েছেন বলে মনে করছেন তিনি। যদিও এবিষয়ে বিস্তারিত তথ্য তাঁর কাছে নেই।