বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে সেনা কনভয়ে জঙ্গিরাই হামলা (Poonch terror attack) চালিয়েছে। শুক্রবার এমনটাই জানিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই তাঁরা তদন্তের জন্য রওনা দিয়েছে জম্মু-কাশ্মীরে। এনআইএর দাবি, জঙ্গিদের ছোড়া গ্রেনেডেই আগুন ধরে যায় রাষ্ট্রীয় রাইফেলসের গাড়িতে। গাড়ির মধ্যে থাকা পাঁচ জওয়ান সেখানেই ঝলসে মারা যান।
বৃহস্পতিবার সেনার নর্দার্ন কম্যান্ডের দফতর বিবৃতি দিয়ে জানায়, এদিন দুপুর ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। রাজৌরি সেক্টরের পুঞ্চে যাচ্ছিল সেনার ওই গাড়িটি। ভারী বৃষ্টির মধ্যে দৃশ্যমানতা একেবারে কমে যাওয়ার সুযোগ নেয় জঙ্গিরা। গাড়িটিকে চারদিক থেকে ঘিরে ধরে হামলা চলে বলে সেনার দাবি। গ্রেনেড হামলার জেরে গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহত এক জওয়ানকে উদ্ধার করা হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন- Delhi Court Firing: রাজধানীর সাকেত আদালতে গুলি, বন্দুকবাজের পরনে আইনজীবীর পোশাক