এবার থেকে GPS প্রযুক্তি ব্যবহার করে টোল আদায় করা হবে। এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি। চলতি বছরের মধ্যেই এই পরিবর্তন আনার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। যদিও প্রাথমিক পর্যায়ে পাইলট প্রজেক্ট হিসেবে কাজ শুরু হবে। এবং তা সফল হলে পরবর্তীতে তা সব টোল প্লাজায় চালু করা হবে।
কী সুবিধা হবে?
জানা গিয়েছে, এই প্রযুক্তি চালু হলে আরও দ্রুত টোল আদায় করা সম্ভব হবে। ফাস্টট্যাগের সঙ্গেই GPS প্রযুক্তি চালু করা হবে। এর ফলে হাইওয়েতে যানজট কম হবে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে অথোরিটির বর্তমানে বার্ষিক আয় প্রায় ৪০ হাজার কোটি টাকা। GPS প্রযুক্তি চালু হলে আয়ের পরিমাণ ১ লাখ ৪০ কোটি টাকার আশপাশে হবে বলে আশাবাদী তারা।
কয়েক মাসের মধ্যেই দেশের বিভিন্ন টোল প্লাজায় পাইলট প্রজেক্ট শুরু করা হবে। তারপর বাকি টোলে চালু করার ভাবনাচিন্তা করা হবে। ফাস্টট্যাগ চালু করার ফলে টোল প্লাজায় অপেক্ষার সময় ৪৭ সেকেন্ড। আগামী দিনে এই সময় আরও কমানোর ভাবনাচিন্তা করা হচ্ছে।