অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজক্লিক’-এর প্রতিষ্ঠাতা তথা প্রধান সম্পাদক প্রবীর পুরকায়স্থ গ্রেফতার । দিনভর তল্লাশির পর মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ । একইসঙ্গে সংস্থার এইচ আর প্রধান অমিত চক্রবর্তীকেও গ্রেফতার করা হয়েছে । পিটিআই-এর খবর অনুযায়ী, তাঁদের সন্ত্রাসবাদ বিরোধী আইন ইউএপিএ-র অধীনে গ্রেফতার করা হয়েছে । গোপনে তারা চিন থেকে আসা অর্থের বিনিময়ে পোর্টাল চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে ।
এদিন,নিউজক্লিক এবং সংস্থার সঙ্গে সম্পর্কিত অন্তত ৩০টি জায়গায় তল্লাশি চালানো হয় । একই সঙ্গে বেশ কয়েকজন সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করা হয় । পিটিআই-এর খবর অনুযায়ী, নিউজ ক্লিকের দিল্লির অফিস সিল করে দিয়েছে পুলিশ । মোট ৪৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । পরীক্ষার জন্য নিউজ ক্লিকের বেশ কিছু নথি, ল্যাপটপ মোবাইল সহ বেশ কিছু ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করেছে পুলিশ।