তৈরি করতে খরচ হয়েছিল ১২০০ কোটি টাকা। এখনও একবছরও হয়নি। তারই মধ্যে নতুন সংসদ ভবনের বেহাল ছবি প্রকাশ্যে। সংসদ ভবনের ভিতরে জলের স্রোত বয়ে যাচ্ছে। সেই ছবি ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে একজনকে হিন্দিতে বলতে শোনা গিয়েছে যে এটা রাজ্যসভা। এছাড়াও একাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও দেখা গিয়েছে ওই ভিডিয়োতে। তারপরেই অনেকের অনুমাণ নতুন সংসদ ভবনের ভিডিয়ো সেটি।
এর আগে নতুন সংসদ ভবনের একটি অংশ থেকে চুঁইয়ে জল পড়ার ছবি প্রকাশ্যে এসেছিল। যদিও সেক্ষেত্রে লোকসভার সচিবালয় থেকে জানানো হয়েছিল, কাচের গম্বুজ আটকানোর জন্য বিশেষ আঠালো পদার্থ ব্যবহার করা হয়েছিল। সেখান থেকেই জল পড়ছিল। যদিও নতুন ভাইরাল হওয়া ভিডিয়োতে যেভাবে জলস্রোত বইতে দেখা গিয়েছে তাতে অনেকেই সংসদ ভবনের কাঠামো নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।
এদিকে গত বৃহস্পতিবার তামিলনাডুর কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুর একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেখানে সংসদ ভবনের ছাদ চুঁইয়ে জল পড়ার ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। নীল বালতি বসিয়ে কোনও রকমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। এবার আরও একটি ভিডিয়ো ভাইরাল রয়েছে সোশ্যাল মিডিয়ায়।
যদিও এবিষয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ সমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, গত কয়েকদিন ধরে দিল্লিতে প্রবল বৃষ্টি হচ্ছে। সেখানে এই পরিস্থিতি স্বাভাবিক। পুরো বিষয়টি নিয়ে তৃণমূল নোংরা রাজনীতি করছে বলে অভিযোগ তাঁর।