নয়া সংসদ ভবনের উদ্বোধনের প্রথম দিনেই সমস্যায় পড়লেন অনেক সাংসদ। মূলত নতুন সংসদ ভবনে অধিকাংশ কাজই ডিজিট্যাল পদ্ধতিতে সম্পন্ন হবে। সেকারণেই প্রথম দিনেই সমস্যায় পড়েন অনেকে।
Read More- নয়া সংসদ ভবনে মহিলা সংরক্ষণ বিল পেশ, প্রধানমন্ত্রীর প্রথম ভাষণেই নারী শক্তি বন্দন
মঙ্গলবার অধিবেশন শুরু হওয়ার পর মহিলা সংরক্ষণ বিল নিয়ে ভাষণ দিতে শুরু করেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সেসময় বিরোধীরা জানান, তাঁদের কাছে বিলের কপি পৌঁছয়নি। শুরু হয় হইহট্টগোল। পরে অবশ্য স্পিকার জানান, ইতিমধ্যে ডিজিট্যাল মাধ্যমে ওই বিল আপলোড করা হয়েছে। যা সাংসদদের সঙ্গে থাকা ট্যাবলেটে দেখা যাবে।