সম্প্রতি যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বেশকিছু নতুন উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল(Indian Railway)। এবার থেকে রাত দশটা বাজলেই বেশকিছু দায়িত্ব পালন করতে হবে রেলযাত্রীদের(Passengers)। এর মধ্য দিয়ে দূরপাল্লার ট্রেনে যাতায়াত করা যাত্রীদের 'শিষ্টাচার'(Etiquette) শেখাবে ভারতীয় রেল(Indian Railway)।
ঠিক কেমন সেই শিষ্টাচার(Etiquette) বিধি?
দূরপাল্লার ট্রেনে যাতায়াত করা যাত্রীদের জন্য প্রাথমিকভাবে বেশকিছু সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারতীয় রেল(Indian Railway)।
১) রাত দশটার পর দূরপাল্লার ট্রেনে জোর কথা বলা যাবে না। তার পাশাপাশি জ্বলবে না আলো। নিজেদের মধ্যে উচ্চস্বরে গল্পগুজব করা থেকে বিরত থাকতে হবে যাত্রীদের। নচেৎ তড়িঘড়ি ব্যবস্থা নেবে রেল কর্তৃপক্ষ(Railway Authorities)।
২) রেলের নতুন শিষ্টাচার বিধি সম্পর্কে যাত্রীদের অবগত করবেন রেলকর্মীরা(Railway Staffs)। তারপরেও বিধি ভঙ্গকারীদের রেলকর্মীরা বিনীতভাবে বোঝাবেন। আলো জ্বেলে রাখা, গল্পগুজব করা, অথবা ফোনে কথা বলা থেকে বিরত থাকতে বলা হবে যাত্রীদের।
৩) বয়স্ক যাত্রীদের দিকে বাড়তি নজর দেওয়ার কথা বলা হয়েছে নতুন এই নির্দেশিকায়((Guidelines)। ৬০ বছর কিংবা তার বেশি বয়সী যাত্রীদের দূরপাল্লার ট্রেনে যাতায়াতকালীন সব রকমের স্বাচ্ছন্দ্যের দিকে নজর দিতে বলা হয়েছে রেল আধিকারিকদের(Railway Officials)।
৪) বিশেষভাবে সক্ষম, অসুস্থ(Patient) এবং একা ভ্রমণকারী মহিলা যাত্রীদের(Female Passenger) প্রতি বিশেষ নজর দেবেন রেলকর্মীরা(Railway Staffs)। এরকম বেশ কিছু নতুন নির্দেশিকা আনা হয়েছে ভারতীয় রেলের(Indian Railway) পক্ষ থেকে।
আরও পড়ুন- Lord Jagannath on KitKat wrapper ঃ কিটক্যাটের মোড়কে জগন্নাথ ! নেসলে জানাল এই মোড়ক সরিয়ে নেওয়া হয়েছে
আরও পড়ুন- Coronavirus: ৫ বছরের কমবয়সীদের মাস্ক পরাবেন না, নির্দেশ কেন্দ্রীয় সরকারের