দেশে করোনা (Coronavirus) পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে । উৎসবের মরসুমেও করোনা সেভাবে আর দাপট দেখাতে পারেনি । এখন মাস্কও ব্যবহার করছেন না অনেকে । ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে জীবন । ঠিক এই পরিস্থিতিতে ফের নতুন করে উদ্বেগ তৈরি করছে ওমিক্রনের (Omicron) নতুন স্ট্রেন । দেশে ওমিক্রনের বিএ.৫.২.১.৭ বা বিএফ.৭ উপপ্রজাতির (Omicron new sub variant) খোঁজ মিলেছে । ওই প্রজাতি খুব দ্রুত সংক্রমণ ছড়াবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ।
গুজরাত বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারে ওমিক্রনের নতুন প্রজাতি চিহ্নিত করা হয়েছে । গুজরাতের এক বাসিন্দার শরীরে এই নতুন স্ট্রেনের হদিশ মিলেছে । চিনে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে ওমিক্রনের বিএফ.৭। এছাড়া, আমেরিকা, অস্ট্রেলিয়া ও ব্রিটেনেও নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া গিয়েছে । এবার ভারতেও ওই অতিসংক্রামক উপপ্রজাতির খোঁজ মিলল ।
আরও পড়ুন, WHO on Covid-19 : কোভিড থেকে মুক্তির পথে পৃথিবী ? আশার কথা শোনালো WHO
গলা ব্যথা, মাথা ধরা, নাক দিয়ে জল পড়া, শরীরে অসহ্য যন্ত্রণা, শারীরিক ক্লান্তির মতো উপসর্গ থাকে ।
এগুলি সবই ঠান্ডা লাগার উপসর্গ । তাই অনেকেই হয়তো বিষয়টি এড়িয়ে যেতে চাইবেন । কিন্তু, চিকিৎসকরা বারবার সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন । বিশেষজ্ঞদের মতে, আগামী দু’সপ্তাহ খুব বেশি সচেতন থাকতে হবে। কারণ,সচেতন না হলেই উৎসবের মরসুমে হু হু করে বেড়ে যেতে পারে করোনা । বিশেষজ্ঞরা আবার বলছেন, এই প্রজাতির ক্ষেত্রে আগে থেকে নেওয়া টিকা কার্যকর না-ও হতে পারে। কারণ, করোনার এই প্রজাতি অভিযোজনের ফলে সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, অভিযোজনের ফলে সৃষ্টি হওয়া কোনও ভাইরাসের ক্ষমতা অন্যান্য প্রজাতির তুলনায় বেশি হয়। সেক্ষেত্রে, টিকা এই প্রজাতির ক্ষেত্রে কার্যকর নাও হতে পারে ।