ক্যানসার চিকিৎসায় নয়া দিশা দেখালো মুম্বইয়ের টাটা মেমোরিয়াল সেন্টার। ওই সংস্থার দাবি, তাদের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন একটি বিশেষ ট্যাবলেট। যার মাধ্যমে দ্বিতীয়বার ক্যানসারের আক্রমণ প্রতিহত করা সম্ভব।
কোন কোন কাজে লাগবে?
জানা গিয়েছে, শুধু চিকিৎসার কাজ নয়, ওই ওষুধ প্রয়োগে রেডিয়েশন এবং কেমোথেরাপির মতো চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়াও ৫০ শতাংশ কমানো সম্ভব। প্রায় ১০ বছর ধরে গবেষণা চালিয়ে ওই ওষুধ আবিষ্কার করা হয়েছে। সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের সাক্ষাৎকারে এবিষয়ে জানিয়েছেন টাটা মেমোরিয়াল হাসপাতালের সিনিয়র ক্যানসার সার্জেন রাজেন্দ্র বড়ভে। তিনিও গবেষকদের দলের সদস্য ছিলেন।
চিকিৎসক বড়ভে জানান, দ্বিতীয়বার ক্যানসার আক্রমণ রোধ করার জন্য তাঁরা গবেষণা শুরু করেন। সেখান থেকেই ওই ট্যাবলেট আবিষ্কার করা হয়। মাত্র ১০০ টাকায় ওই ওষুধ পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।