এই শীতে দেরির সব রেকর্ড ভেঙে দিল ভারতীয় রেলের গর্ব রাজধানী। দিল্লি থেকে নির্ধারিত সময়ের ১০ ঘণ্টা পর ছেড়ে ২৮ ঘণ্টা পর শিয়ালদহে এল এই ট্রেন। গোটা ঘটনার জন্য কুয়াশাকেই দায়ী করা হয়েছে। টাইম টেবল অনুযায়ী, দিল্লি-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসের ছাড়ার সময় বিকেল সাড়ে চারটে। এবং শিয়ালদহে আসার সময় পরের দিল সকাল ১০টা ১০ মিনিটে।
কিন্তু জানা গিয়েছে, ২৪ জানুয়ারি দিল্লি থেকে এই ট্রেন ১০ ঘণ্টা দেরিতে ছেড়েছিল। অর্থাৎ ট্রেন ছেড়েছিল রাত সোয়া দুটোর পর। আর শিয়ালদহে এসেছে ২৬ জানুয়ারি দুপুর ২টো ছয় মিনিটে। এমনিতে দিল্লি থেকে শিয়ালদহ আসতে এই ট্রেনের সময় লাগে ১৭ ঘণ্টা। কিন্তু হিসাব বলছে, এই ট্রেন এসেছে ৩৬ ঘণ্টার বেশি সময়ে।
দিল্লি থেকে শিয়ালদহ আসছে পাঁচটি স্টেশনে দাঁড়ায় রাজধানী। বাংলায় দুটি স্টপেজ দেয়। তারমধ্যে একটি আসানসোল ও অন্যটি দুর্গাপুর। শুধু দিল্লি-শিয়ালদহ নয়। নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসও প্রায় ২৫ ঘণ্টা দেরিতে এসেছে বলেই জানা গিয়েছে।
গত কয়েকদিন ধরে বেজায় ঠান্ডার সঙ্গে কুয়াশায় মুড়ে গিয়েছে উত্তর ভারত। দৃশ্যমানতা খুবই ক্ষীণ। তার জেরেই এই দেরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে রেলের তরফে এই ব্যাপারে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।