প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ইন্ডিয়া গেটে (India Gate) নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) মূর্তি বসানোর কথা জানিয়েছেন। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও প্রধানমন্ত্রীর সমালোচনা করল তৃণমূল (TMC)।
দমদম লোকসভার তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougato Roy) বলেন, “নেতাজির স্ট্যাচু বসানো হবে, এটা আনন্দের বিষয়। যে যেখানে নেতাজিকে শ্রদ্ধা জানাতে যা পদক্ষেপ নেবেন দেশপ্রেমিক বাঙালি হিসেবে তা সমর্থন করি। তাহলে নেতাজির ট্যাবলো বাতিল করছেন কেন? নেতাজিকে সমর্থন জানাচ্ছেন অথচ অমর জওয়ান জ্যোতি নিভিয়ে দিচ্ছেন কেন?’’
আরও পড়ুন: Amar Jawan Jyoti: ইন্দিরা গান্ধীর তৈরি অমর জওয়ান জ্যোতি স্থানান্তরিত করছে কেন্দ্রীয় সরকার
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি যেখানে বসানো হলেই স্বাগত জানাব। কিন্তু তার সঙ্গে এক্ষেত্রে সংযোজন থাকবে কে বসাচ্ছেন এবং কেন বসাচ্ছেন? প্রকৃত শ্রদ্ধা জানাতে কী করা দরকার এবং কী করা হচ্ছে? ট্যাবলো এবং বাংলাকে অপমান করা হয়েছে। তাঁর মুখরক্ষার জন্য নেতাজিকে সামনে রাখছেন, কিন্তু বাংলাকে বাদ দেওয়া হচ্ছে। নেতাজির অন্তর্ধান রহস্য সমাধানে কোন পদক্ষেপ নিচ্ছেন নরেন্দ্র মোদী?’’