কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে পড়াতে বর্তমানে পাশ করতে হয় ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা 'নেট'। এরপর প্রয়োজন হত ডক্টর অফ ফিলোজফি বা PHD ডিগ্রি। দীর্ঘদিনের সাধ্যসাধনার পর অবশেষে মিলত কলেজ-বিশ্ববিদ্যালয়ে চাকরি। কিন্তু এবার সেই PHD ডিগ্রিকে বাধ্যতামূলক নয় বলে ঘোষণা করল ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা UGC।
কিন্তু এমন নির্দেশের পিছনে কারণ কী? UGC-এর চেয়ারপার্সন জগদীশ কুমার জানিয়েছেন, দেশে এমন অসংখ্য যোগ্য প্রার্থী রয়েছেন, যারা নেট পাশ করে বসে থেকেও কেবলমাত্র PHD ডিগ্রির জন্য অধ্যাপনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে ইউজিসি। উল্লেখ্য, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপকের পদে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা হিসাবে পিএইচডি ডিগ্রির উল্লেখ করেছিল ইউজিসি। এবার সেই নিয়ম সংশোধনী নিয়ে এল ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন।
হায়দরাবাদে নবনির্মিত ইউজিসি-এইচআরডিসি ভবনের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন চেয়ার পার্সন জগদীশ কুমার। সেখানেই তিনি জানান সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে নেট পাশ করা থাকলেই চলবে।