রোজকার ডায়েটে চিনির আধিক্য নিয়ে বহুদিন ধরেই সতর্ক করে আসছেন চিকিৎসকরা। চিকিৎসকদের দাবি ,খাদ্যে অধিক পরিমাণে চিনির ব্যবহার শরীরে নানাবিধ সমস্যার সৃষ্টি করতে পারে। এবার এই অভিযোগেই, প্রশ্নের মুখে নেসলের বেবি ফুড।
সম্প্রতি, পাবলিক আই নামক একটি সংস্থার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিদেশের নেসলে সুগারফ্রি হলেও। অভিযোগ, ভারতে প্রতি চামচ সেরেলাকে ৩ গ্রাম চিনি মেশানো থাকে।
Bus Accident: ভোট দিতে এসে দুর্ঘটনার কবলে পরিযায়ীদের বাস, পুরুলিয়াতেও বাস উল্টে জখম ১২
ওই সংস্থার অভিযোগ, ভারতে বিক্রি হওয়া নেসলের সেরেলাকে নির্দেশিকা অমান্য করে চিনি ও মধু মেশানো হয়। অতিরিক্ত চিনি শিশুর শরীরে প্রবেশ করলে, ওবেসিটি ও অন্যান্য ক্রনিক রোগের শিকার হতে পারে। ডায়াবেটিস বা হাই প্রেসারের শিকারও হতে পারে শিশুরা। পাল্টা নেসলের দাবি, আন্তর্জাতিক নির্দেশিকা মেনে বিগত ৫ বছরে ৩০ শতাংশ অবধি চিনির পরিমাণ কমানো হয়েছে।