NEET 2024 Result : সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রকাশিত নিটের সংশোধিত ফল, প্রথম স্থানে বাংলার অর্ঘ্যদীপ

Updated : Jul 27, 2024 08:24
|
Editorji News Desk

নিটের সংশোধিত ফলাফল প্রকাশ করল ন্যাশনাল টেস্ট এজেন্সি বা এনটিএ । মেধাতালিকায় প্রথম স্থানে ১৭ জনের নাম রয়েছে । তাঁদের মধ্যে একজন বাংলার বলে জানা গিয়েছে । উল্লেখ্য়, সম্প্রতি, নিট মামলায় সুপ্রিম কোর্ট ২০২৪ সালের পরীক্ষা বাতিলের পক্ষে রায় দেয়নি । তারপরই সংশোধিত ফল প্রকাশ করল এনটিএ । ন্যাশনাল টেস্ট এজেন্সির অফিশিয়াল ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা সংশোধিত ফলাফল দেখতে পাবেন ।

মেধাতালিকায় প্রথম স্থানে জায়গা পাওয়া পরীক্ষার্থীদের প্রত্যেকের নম্বর ৭২০ । সেই তালিকায় রয়েছেন বাংলার অর্ঘ্যদীপ দত্ত । এছাড়া মেধাতালিকায় জায়গা পাওয়া বাকি ১৬ জনের মধ্যে চার জন রাজস্থানের, তিন জন মহারাষ্ট্রের, দুইজন করে দিল্লি এবং উত্তরপ্রদেশের এবং এক জন করে তামিলনাড়ু, কেরল, পঞ্জাব, চণ্ডীগঢ়, বিহারের পড়ুয়া বলে জানা গিয়েছে । উল্লেখ্য, আগে যে ফলাফল প্রকাশিত হয়েছিল, সেখানে প্রথম স্থানে ছিল ৬১ জন । সেটা কমে হয়েছে ১৭ । 

৫ মে দেশ জুড়ে অনুষ্ঠিত হয় নিট-ইউজি । এরপরই নিটের প্রশ্ন ফাঁস নিয়ে উত্তাল হয়েছে জাতীয় রাজনীতি । অভিযোগ ওঠে, প্রশ্ন ফাঁস করে এবং নম্বর বাড়িয়ে চান্স পাইয়ে দেওয়া হয়েছে । প্রায় ৩০ লাখ টাকার বিনিময় ওই প্রশ্ন ফাঁস করা হয় বলে অভিযোগ । নিট-কাণ্ডে তদন্তে নামে সিবিআই । তদন্ত শুরুর পর থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা । নিট বিতর্ক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা । কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিও জানান তাঁরা ।

২০২৪ সালের নিট পরীক্ষা বাতিলেরও দাবি ওঠে । সেই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলাও দায়ের করা হয় । তবে সম্প্রতি, সুপ্রিম কোর্ট সেই মামলার শুনানিতে জানিয়ে দিয়েছে, নিট-ইউজি পুরোপুরি বাতিলের পক্ষে নয় শীর্ষ আদালত । সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, কোনও ক্ষেত্রেই এমন কিছু মিলছে না যাতে বোঝা যায়, গোটা পরীক্ষা ব্যবস্থার পবিত্রতা নষ্ট হয়ে গিয়েছিল ।  

NEET

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক