সংসদ ভবন চত্বরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নকল করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সেই ঘটনার প্রতিবাদে বুধবার রাজ্যসভায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকবেন বিজেপি এবং তাদের শরিক দলের সাংসদরা। জানা গিয়েছে, ওই প্রতিবাদে শামিল হবেন ১০৯ জন NDA সাংসদ।
মঙ্গলবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নকল করার ঘটনায় প্রতিবাদে শামিল হয়েছিলেন বিজেপির একাধিক শীর্ষ নেতা। এমনকি, এই ঘটনার পরেই ধনখড়কে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশও করেন । জানিয়েছেন, সাংসদের এরূপ আচরণে ব্যথিত তিনি।
কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের নকল করার ঘটনাটি নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। তারপর প্রধানমন্ত্রীর ফোন করার বিষয়টি নিজের এক্স হ্যান্ডেলে জানান উপরাষ্ট্রপতি স্বয়ং। তিনি লেখেন, " প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন পেয়েছি। যে ভাবে তিনি অঙ্গভঙ্গি করেছেন তাতে প্রধানমন্ত্রীও মর্মাহত।"