দেশজুড়েই মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা। বুধবারের কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০, ৫৪২ জন। অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৬৩, ৫৬২।
একদিনে ফের অনেকটা বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। মঙ্গলবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল ৭,৬৩৩ জনের, সে তুলনায় বুধবারের সংখ্যাটা অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ জনের।
দেশে কোভিডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩১ হাজার ১৬৩