মোদী ‘ম্য়াজিক’ অব্যাহত। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হোয়াটসঅ্যাপ চ্যানেল (WhatsApp Channel) পথ চলা শুরু করেছে মাত্র ২৪ ঘণ্টা আগে। এরই মধ্যে ফলোয়ারের সংখ্যা পেরলো ১০ লক্ষ!
বুধবারই লঞ্চ হয়েছে মেটার নতুন ফিচার হোয়াটসঅ্যাপ চ্যানেল। আর সেই চ্যানেলে দেখা মিলেছে দেশের প্রধানমন্ত্রীরও।
আর সেখানে শুধু যে তাঁর ফলোয়ারের সংখ্যা লাফিয়ে বাড়ছে, তা নয়, বাড়ছে তাঁর শেয়ার করা ছবি ও ভিডিয়োয় প্রতিক্রিয়াও। যে ভিডিয়োটি তিনি শেয়ার করেছেন, সেটির রিঅ্যাকশন পেরিয়ে গিয়েছে ৫০ হাজার।
কীভাবে মোদীর হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হবেন:
হোয়াটসঅ্যাপে আপডেটে গিয়ে স্ক্রিনের একেবারে তলায় ‘ফাইন্ড চ্যানেলস’ অপশন-এ ট্যাপ করলে মিলবে চ্যানেলের তালিকা। সেখান থেকে মোদীর নামের পাশে প্লাস আইকনে ক্লিক করলেই ওই চ্যানেলে আপনি যুক্ত হয়ে যাবেন।