রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) । 'প্রেসিডেন্ট অফ ভারত' নিয়ে বিতর্কের মধ্যেই নতুন করে জল্পনা বাড়াল আরও একটি সরকারি নথি । ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তারই সরকারি নোট টুইটারে শেয়ার করেছেন বিজেপি নেতা সম্বিত পাত্র । যেখানে ইংরেজিতে লেখা, প্রধানমন্ত্রীর পদে লেখা প্রাইম মিনিস্টার অব ভারত (PM of Bharat) । সেখানেই প্রশ্নই উঠছে, দেশের নাম কী সত্যিই বদল হতে চলেছে ?
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ১৮ তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নিতে বুধবার ইন্দোনেশিয়া রওনা হবেন । ৭ সেপ্টেম্বর সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে জি-২০ সম্মেলনের কারণে মোদীর এই সফর খুবই সংক্ষিপ্ত হতে চলেছে বলে খবর । 'প্রাইম মিনিস্টার অফ ভারত'-এর নোট প্রকাশ্যে আসতেই কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস ।
আরও পড়ুন, G20 Summit 2023 : রাষ্ট্রপতির নিমন্ত্রণে G-20-র নৈশ্যভোজে মমতা, দেখা হতে পারে হাসিনার সঙ্গে
আগামী ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু G 20 সম্মেলনে অংশ নেওয়া রাষ্ট্রনেতাদের জন্য একটি নৈশভোজের আয়োজন করেছেন । সেই উপলক্ষে নিমন্ত্রিতদের কাছে আমন্ত্রণপত্রও পাঠানো হচ্ছে। সেটা ঘিরেই তোলপাড় জাতীয় রাজনীতির অন্দরমহল। কারণ ওই চিঠিতে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পরিবর্তে লেখা রয়েছে প্রেসিডেন্ট অফ ভারত। সেকারণেই জল্পনা উঠেছে, তাহলে কি ইন্ডিয়ার নাম পরিবর্তন করে শুধুই ভারত রাখা হবে? এবং নাম পরিবর্তনের জন্যই বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার? এদিকে, 'প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া' নোট প্রকাশ্যে আসতেই সেই জল্পনা আরও বাড়ল ।