আর যাই হোক, দিল্লি গিয়ে সনিয়া গান্ধীর সঙ্গে তিনি দেখা করবেন না। ঠিক তিন দশক পর জেল থেকে মুক্তি পাওয়ার পর একথা জানালেন রাজীব হত্য়া মামলার অপরাধী নলিনী শ্রীহরণ। সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্তি পেয়েছেন নলিনী ও তার স্বামী মরুগান। জেল থেকে বেরিয়ে নলিনী জানিয়েছেন, ওই দিনের ঘটনায় যাঁরা মারা গিয়েছিলেন, তাঁদের পরিবারের কাছে তিনি ক্ষমা চাইছেন।
১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরাপুদুরে নির্বাচনী জনসভা করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। তাঁর হত্যার দায় স্বীকার করেছিলেন শ্রীলঙ্কার জঙ্গি সংগঠন এলটিটিই। সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল নলিনী শ্রীহরণকে। ৩১ বছর পর ভেলোর জেল থেকে মুক্তি পেয়েছেন নলিনী। তিনি জানিয়েছেন, চলে যেতে চান ব্রিটেনে। সেখানে মেয়ের কাছে গিয়েই থাকতে চান।
গত তিরিশ বছর তিনি অনুতপ্ত। অনুতপ্ত সেই মানুষগুলির জন্য, যাঁরা সেদিনের ঘটনায় নিজের পরিবারকে হারিয়েছিলেন। কিন্তু রাজীবের পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ করতে চান না তিনি। নলিনীর প্রতিক্রিয়া, কোনও ভাবেই দেখা করতে চান না। গত শুক্রবার রাজীব হত্যা মামলায় ছয় সাজাপ্রাপ্তকে মুক্তির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।