মিজ়োরামে দুর্ঘটনার কবলে পড়ল মায়ানমার সেনার বিমান। মঙ্গলবার সকালে মিজোরামের লেংপুই বিমানবন্দরে নামার সময়ে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। বিমানটিতে ১৩ জন সেনা ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে আট জন আহত হয়েছেন।
আহতদের লেংপুই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পর্বতে ঘেরা মিজোরাম বিমানবন্দরে বিমান অবতরণ করানো এমনিতেই কষ্টসাধ্য বলে জানিয়েছেন স্থানীয়রা। ওই বিমানবন্দরেই মঙ্গলবার সকালে অবতরণ করার সময় চাকা পিছলে দুর্ঘটনার মুখে পড়ে মায়ানমার সেনার বিমানটি।
David Warner: টুইটারে 'জয় শ্রীরাম' ধ্বনি ওয়ার্নারের, ভগবান রামের ছবি পোস্ট করলেন অজি তারকা