ঝাড়খণ্ডের ধানবাদ সংশোধনাগারে চলল গুলি। গুলি করেই খুন করা হল বন্দি বন্দুকবাজ আমন সিংকে। পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে কারাগারের ভিতর অন্তত ৬ রাউন্ড গুলি চলে। আমনের পেটে, মাথায় গুলি লাগে। কারাগারেই মৃত্যু হয় তার।
সংশোধনাগারের মধ্যে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধানবাদের শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা সংশোধানাগারে যান। তদন্তও শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত আমন সিং উত্তরপ্রদেশের বাসিন্দা। বন্দুকবাজ হিসেবে কুখ্যাত ছিল। একাধিক অপরাধের মামলা ছিল তাঁর বিরুদ্ধে। সুপারি কিলার হয়ে কাজ করত সে। তাঁর বিরুদ্ধে এক়ডজনের উপর খুনের মামলা রয়েছে।
উল্লেখ্য, বর্ধমানের আসানসোলের হোটেল ব্যবসায়ী অরবিন্দ ভগত ও শক্তিগড়ে জাতীয় সড়কের উপরে ব্যবসায়ী রাজু ঝা খুনের ঘটনায় অমনের লোকই জড়িত বলে সন্দেহ পুলিশের।