কেন ভয় পায় মানুষ? কী থেকে তৈরি হয়ে যে কোনও ধরনের ভীতি? এর নানা কারণ রয়েছে। তবে, অধিকাংশ মনস্তত্ত্ববিদ যে বিষয়টি নিয়ে একমত, তা হল- যে কোনও ধরনের ভীতির মূল জায়গাটা হল অজ্ঞানতা। বা, অন্ধকার। অনেক সময়েই দেখা যায়, যে বিষয়গুলি নিয়ে মানুষ ভীত, সেই বিষয়গুলি সম্বন্ধে অনেকটা বা পুরোটা জানলে সেই ভীতির প্রকোপ ততটা আর থাকে না। মুম্বইয়ের একটি ঘটনা এই ব্যাখ্যাই আরও একবার সামনে এনে দিল। প্রথমবার রজঃস্বলা হওয়ার পর রক্ত দেখে ভয় পেয়ে আত্মহত্যা করল ১৪ বছরের এক কিশোরী।
ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালওয়ানি এলাকায়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই কিশোরীর গত মঙ্গলবার রাতে প্রথমবার পিরিয়ড হয়। সেদিন বাড়িতে কেউ ছিল না। পিরিয়ড সম্পর্কে কোনও ধারণা না থাকায় একদিকে শারীরিক যন্ত্রণা ও অপরদিকে তীব্র মানসিক ভীতি থেকে পিরিয়ডকে রোগ ভেবে আত্মহত্যার পথ বেছে নেয়।
ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পিরিয়ড সম্বন্ধে সচেতনতা বাড়ানোর জন্য দেশজুড়ে প্রচার চালায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। সরকারের পক্ষ থেকেও নানাভাবে সচেতনতা গড়ে তোলার কাজ করা হয়। তা সত্ত্বেও, এমন ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, এখনও কত কাজ বাকি। জ্ঞানের আলো সমাজের সবদিকে সমানভাবে ছড়িয়ে দেওয়ার কাজটিও যে একইরকম জরুরি, সে কথাও মনে করিয়ে দেয় এই ঘটনাটি।