প্রবল বর্ষণে জলমগ্ন মুম্বই। শনি এবং রবিবার সকাল থেকে প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। IMD-র দেওয়া তথ্য আনুযায়ী আগামী কয়েকদিন ধরেই চলবে প্রবল বর্ষণ। ২৪ জুলাই অর্থাৎ বুধবার পর্যন্ত জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
বৃহন্নমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের দেওয়া তথ্য অনুযায়ী রবিবার সকাল ৮টা থেকে দুপুর দুটো পর্যন্ত সবথেকে বেশি বৃষ্টি হয়েছে ট্রোম্বেতে। এছাড়াও ঘাটকোপার, মানখুরদ, সান্তাক্রুজ এবং BKC-তেও বৃষ্টির পরিমাণ ছিল তুলনামূলক বেশি।
বিগত কয়েকদিনের বৃষ্টির জেরে মুম্বইয়ের একাধিক রাস্তা এবং সাবওয়েতে জল জমেছে। তারমধ্যে রয়েছে মালাদ, দাহিসার, খারের একাধিক সাবওয়ে। যার ফলে রাস্তা দিয়ে যাতায়াত একপ্রকার বন্ধ হয়ে গিয়েছে। ইতিমধ্যে মুম্বই পুলিশের তরফে দাদর ইস্ট, মেরিন ড্রাইভ, লোয়ার প্যারেলের সাবওয়েগুলি নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং অন্ধেরির সাবওয়ে পুরোপুরি বন্ধ করা হয়েছে।
এদিকে আবহাওয়ার সমস্যার জন্য একাধিক বিমান চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। ভিস্তারার অমৃতসর-মুম্বই বিমান আমেদাবাদে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও কয়েকটি বিমান ছাড়তেও দেরি করেছে বলে খবর।
বর্ষণের জেরে কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ১৯টি গাছ পড়ে গিয়েছে, আটটি শর্ট সার্কিট এবং দুটি বাড়ির দেওয়ালও ভেঙে পড়েছে বলে খবর। যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃষ্টির জেরে কয়েকটি রাস্তায় প্রবল যানজট তৈরি হয়েছে। দৃশ্যমানতা খুব কম হওয়ায় কিছু লোকাল ট্রেনও ধীরে চলছে। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।