'সাইরাস মিস্ত্রির মতোই পরিণতি হবে ।' রতন টাটার কাছে হুমকি ফোন আসার পর থেকেই সতর্ক মুম্বই পুলিশ । শিল্পপতি নিরাপত্তা জোরদার করা হয়েছে । কে বা কারা ওই হুমকি দিয়েছে,তার তদন্ত নেমে বড় তথ্য হাতে পেল পুলিশ । জানা গিয়েছে, হুমকি ফোনটি এসেছিল কর্নাটক থেকে। রতন টাটাকে যিনি হুমকি দিয়েছেন, তাঁর এমবিএ রয়েছে ডিগ্রি রয়েছে । ইঞ্জিনিয়ারিংও পড়েছেন । কিন্তু কেন, কীই বা উদ্দেশ্য ছিল তাঁর ?
জানা গিয়েছে, অভিযুক্তের বাড়ি মহারাষ্ট্রের পুণেতে। সেখানে পুলিশ যায়, কিন্তু, অভিযুক্তের নাগাল পায় না তাঁরা । তবে, অভিযুক্তের স্ত্রী ঘরেই ছিলেন । তিনি জানান, তাঁর স্বামী প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ । পুলিশকে সেই বিষয়ে জানিয়েছনও তিনি । তাঁর স্ত্রীয়ের কথা, মানসিক সমস্যাও ছিল ওই ব্যক্তির ।