কামাল করল পুলিশ কুকুর! মুম্বই পুলিশের বম্ব ডিসপোজাল অ্যান্ড ডিটেকশন স্কোয়াডের একটি স্নিফার ডগ খুঁজে বের করল ৬ বছর বয়সী এক অপহৃত শিশুকে। তাও মাত্র দেড় ঘণ্টায়!
বুধবার পুলিশ জানিয়েছে, লিও নামের ওই ডোবারম্যানের দুর্দান্ত কীর্তির খবর৷ সাবার্বান আন্ধেরি ইস্টের অশোকনগর বস্তির বাসিন্দা অপহৃত শিশুটির বাড়ির ৫০০ মিটার দূরের একটু জায়গা থেকে লিও শুক্রবার সকালে তাকে খুঁজে বের করে।
অপহৃত শিশুটির পরিজনরা মধ্যরাত্রের পর পোয়াই থানার অভিযোগ দায়ের করেন। পরিবারের সদস্যরা জানান, ওই শিশুটি
বস্তির বাইরে খেলছিল। তখনই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়। তাঁরা আরও জানান, বাড়ির বাইরে যাওয়ার আগে শিশুটির পোশাক পরিবর্তন করানো হয়েছিল।
পুলিশ আধিকারিকরা লিওকে বস্তিতে নিয়ে যান। তাকে শিশুটির টিশার্টের গন্ধ শোঁকানো হয়৷ এরপর দ্রুত সে পুলিশকর্মীদের ওই শিশুটির কাছে নিয়ে যায়৷ পুলিশ আধিকারিকদের অনুমান, ভয় পেয়েই শিশুটিকে ফেলল রেখে চম্পট দিয়েছে অপহরণকারী।
শিশুটি উদ্ধার হয়েছে ঠিকই, তবে এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।