২৬/১১-এর আগে ফের হুমকি ফোনে তটস্থ মুম্বই পুলিশ। ফোন আসার পরেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। মুম্বই পুলিশের জরুরি পরিষেবা নম্বরে ফোন করে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি এই হুমকি দেয় বলে খবর। শহরের তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় বোমা বিস্ফোরণ হবে বলেই জানানো হয়। তারপর থেকেই শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি বাড়িয়েছে মুম্বই পুলিশ।
গত কয়েক দশকে একাধিক জঙ্গি হামলার সাক্ষী থেকেছে বাণিজ্য নগরী। শেষবার ২০০৮ সালের ২৬ নভেম্বর পাক সন্ত্রাসবাদীদের হামলায় কেঁপে উঠেছিল মুম্বই। ১০ লস্কর জঙ্গি করাচি থেকে সমুদ্রপথে মুম্বই ঢুকে হামলা চালায় একাধিক জনবহুল জায়গায়। তাজ হোটেল, হাসপাতাল, রেঁস্তরা, রেল স্টেশনে হামলায় মারা যান একাধিক পুলিশকর্মী, সাধারণ মানুষ। পরে নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয় ৯ জঙ্গির। আজমল কাসভ নামক এক জঙ্গিকে জীবিত অবস্থায় গ্রেফতার করা হয়। চারবছর পর দোষী সাব্যস্ত কাসভকে ফাঁসি দেওয়া হয়।