হলুদ ট্যাক্সির কথা বললেই যেমন কলকাতার নাম মাথায় আসে, তেমনই কালো-হলুদ ট্যাক্সি মানেই কিন্তু মুম্বই । প্রায় ছয় দশক ধরে মায়ানগরীর রাস্তায় ছুটে বেরিয়েছে কালি-পিলি পদ্মিনী ট্যাক্সি । কিন্তু, এবার জানা যাচ্ছে, মুম্বইয়ের রাস্তায় আর দেখা যাবে না এইধরনের ট্য়াক্সিকে ।
সোমবার থেকে মুম্বইয়ে চলবে না কালী-পিলি ট্যাক্সি । আসলে ২০০০ সাল থেকে মডেলটির উৎপাদন বন্ধ হয়েছে । আর রাস্তায় যেগুলো চলছে, সেগুলির মেয়াদও ২৯ অক্টোবর সম্পূর্ণ হয়ে যাচ্ছে । উল্লেখ্য, মুম্বইয়ে শেষ এই ধরনের ট্যাক্সি নিয়েছিলেন আব্দুল করিম কারসেকর । তাঁরই ট্যাক্সির মেয়াদ ফুরোচ্ছে রবিবার । জানা গিয়েছে, এই ধরনের ট্যাক্সি থেকে বায়ুদূষণ হয় । তাই, সরকারের তরফে ট্যাক্সি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।