একাধিক গাড়ির সংঘর্ষে মৃত্যু হল চারজনের। এবং ঘটনায় আহতের সংখ্যা আট। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ধর্মপুরী জেলার থপপুর ঘাট রোডে। মৃতদের নাম মঞ্জু, বিমল, অনুশকা এবং জেনিফার। দুর্ঘটনার সময়ের একটি CCTV ফুটেজও প্রকাশ্যে এসেছে।
CCTV তে কী দেখা গেছে?
ওই ভিডিওতে দেখা গিয়েছে, একটি লরির পিছনে অন্য একটি লরি ধাক্কা মারে। এবং ওই দুটি লরির মাঝে একটি গাড়ি পিষে সম্পূর্ণ ভেঙে যায়। সেসময় উল্টোদিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নীচে পড়ে যায়।
ক্ষতিপূরণ ঘোষণা
ঘটনার জেরে আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানকার রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার।