বৃহস্পতিবার ভোটের ফল বেরোতেই অমিত শাহকে ফোন করে সরকার গঠনের জন্য সমর্থন চান এনপিপি প্রধান কনরাড সাংমা। এই পরিস্থিতিতেই এবার সরকার গঠনের ডাক দিলেন মেঘালয়ের তৃণমূল বিধায়ক মুকুল সাংমা। তাঁর দাবি, অবিজেপি দলগুলিকে এক ছাতার তলায় এনে জোট সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছেন তাঁরা। উল্লেখ্য, বৃহস্পতিবারই শিলং গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে মুকুলের এই দাবি শুনতে কার্যত অবাস্তব লাগলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না।
অন্যদিকে, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ২৬টি আসন পেলেও এনপিপির সরকার গড়তে প্রয়োজন আরও ৫টি আসন। ফলে বিজেপির দুই বিধায়কের সমর্থনের পাশাপাশি নির্দল বিধায়কদের হাত ধরেই এবার সরকার গড়ার দিকে এগোতে চাইছে কনরাড সাংমার দল।