সোমবার রামমন্দিরের উদ্বোধন। তার আগে রবিবার রাতে সেজে উঠল রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলা। বিশ্বের অন্যতম বিলাসবহুল বাসভবন দীপের আলোয় সেজে উঠল। 'জয় শ্রী রাম'-এর আলোকসজ্জাও দেখা গেল অ্যান্টিলায়।
রামমন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে সাধারণ মানুষের জন্য 'অন্নসেবা' খুলেছিল রিলায়েন্স। বিনামূল্যে পাওয়া যাচ্ছিল খাবার। সোমবার রামমন্দিরের উদ্বোধনে অযোধ্যায় পৌঁছে গিয়েছেন মুকেশ আম্বানি, নীতা আম্বানি-সহ, তাঁদের গোটা পরিবার। রবিবার রাতে তাঁদের বাসভবন আলোয় সেজে উঠেছিল।
আরও পড়ুন: অযোধ্যাগামী বিমানের ভিতরেই চলছে রাম-নাম কীর্তন, নাচ! ভাইরাল ভিডিও