Wayanad Landslide: কেরলের ওয়েনাডে মৃতের সংখ্যা ৩০০ ছাড়াল, GPS-এর সাহায্যে চালানো হচ্ছে উদ্ধারকাজ  

Updated : Aug 03, 2024 12:29
|
Editorji News Desk

কেরলের ওয়েনাডে ভূমিধসের জেরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিক একটি প্রতিবেদনে জানানো হয়েছে, মৃতের সংখ্যা প্রায় ৩৪০। সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। 

এদিকে শনিবার সকাল থেকেই উদ্ধারকাজে সামিল হয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা। রয়েছেন সেনা জওয়ানরাও। প্রায় ১৩০০ উদ্ধারকারী সদস্যরা এদিন সকাল থেকে উদ্ধারকাজ শুরু করেছেন। এখনও পর্যন্ত ২১৮ জন নিখোঁজ রয়েছেন বলে বিভিন্ন ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

ভূমিধসের জেরে কেরলের প্রায় ৬টি গ্রাম পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। মোট ৪০টি দল একযোগে উদ্ধারকাজ শুরু করেছে। তাদের মধ্যে রয়েছে, ভারতীয় সেনাবাহিনী, NDRF, DSG, কোস্ট গার্ড, নৌবাহিনী সহ স্থানীয় একাধিক সংস্থা। অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এছাড়াও হেলিকপ্টারেও ওই এলাকাগুলিতে নজরদারি চালানো হচ্ছে। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওয়েনাডের পুথুমালা এলাকায় ২০১৯ সালে ভূমিধস হয়েছিল। সেইসময় ওই এলাকার একাংশ পুরোপুরি  ধ্বংস হয়ে গিয়েছিল। সম্প্রতি হয়ে যাওয়া ভূমিধসে বাকি অংশ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। 

উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, ধসের সময় বড় বড় পাথর নেমে এসেছে পাহাড় থেকে। সেগুলি একাধিক জায়গায় জমা হয়ে রয়েছে। যার ফলে উদ্ধারকাজে সাময়িক ব্যাহত হচ্ছে। 

এদিকে স্থানীয় জেলা প্রশাসন বিপর্যস্ত এলাকাগুলিকে বিভিন্ন জ়োনে ভাগ করেছে। GPS, মোবাইল ফোনের তথ্য এবং ছবি ব্যবহার করে উদ্ধারকাজ চালানো হচ্ছে। উদ্ধারকারীদের জন্য স্থানীয় এলাকায় ত্রাণ শিবিরে রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আহত এবং গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সকলের ছুটি বাতিলের ঘোষণা করা হয়েছে। 

Wayanad

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক