চাঁদে রাত নেমেছে। তাপমাত্রা প্রায় মাইনাাস ২৫০ ডিগ্রি সেলসিয়াস। প্রবল ঠান্ডায় চন্দ্রযান ৩-এর প্রযুক্তি কি ঠিকঠাক কাজ করবে। বর্তমানে ল্যান্ডার, রোভার ও পেলোডগুলিকে স্লিপ মোডে রাখা হয়েছে। তথ্য সংগ্রহাকারী যন্ত্র চালু রাখা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর ফের চাঁদে সকাল হবে। সৌরশক্তিকে কাজে লাগিয়ে ফের কি জেগে উঠতে পারবে চন্দ্রযান ৩! রিসিভারের মাধ্যমে তা বোঝা যাবে। কেমন থাকতে পারে এই ১৫ দিন চাঁদের আবহাওয়া!
মঙ্গলবার ইসরো ল্যান্ডার বিক্রমের একটি থ্রিডি ছবি শেয়ার করেছে। চাঁদে আলো যে কতটা ক্ষীণ সেই ছবি থেকে স্পষ্ট। এদিকে বুধবার নাসা চন্দ্রযান ৩-এর একটি ছবি শেয়ার করেছে। নাসা জানিয়েছে, ছবিটি তোলা হয়েছে গত ২৭ অগাস্ট। বর্তমানে শীতল আবহাওয়ায় ISROএ-এর চন্দ্রযান ৩-এর প্রযুক্তি কতটা টিকে থাকতে পারবে, তা নিয়েই চিন্তা বিজ্ঞানীদের।
গত ২৩ অগাস্ট চন্দ্রযান ৩ চাঁদের জমি ছুঁয়েছে। রোভার প্রজ্ঞান অনেক তথ্য সংগ্রহ করেছে। ১০০ মিটারের বেশি পথ অতিক্রম করেছে চন্দ্রযান। চাঁদের মাটিতে সালফারের খোঁজ এনে দিয়েছে চন্দ্রযান ৩। এরপরের ধাপে কাজ করতে পারবে কিনা, তা জানতে ১৫ দিন অপেক্ষা করতেই হবে।