‘চঞ্চল সজল পবন-বেগে’ অবশেষে দেশে বর্ষার আগমন। জেলা পুড়ছে তীব্র তাপে, এর মধ্যেই কেরালায় ঢুকে পড়ল বাদল। মৌসম ভবন সূত্রে খবর, স্বাভাবিকের চেয়ে এক সপ্তাহ দেরিতে হলেও স্বস্তি ফিরেছে ওই রাজ্যে। ১লা জুন বর্ষা আসার কথা ছিল, বদলে ৮ জুন ঢুকল।
Odisha Train Accident: বাহানগায় লাইন মেরামতির কাজ, শুক্রবারও ২৬টি ট্রেন বাতিল রেলের
এদিকে আরব সাগরেও ঘনীভূত হয়েছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমনে দেশে বর্ষার আগমন। এর আগে প্রাক বর্ষা পর্বেও বৃষ্টি হয়েছে কেরলে সকলের এখন একটাই প্রশ্ন বঙ্গে বর্ষার স্বাদ কবে পাওয়া যাবে? হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার থেকেই বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা আছে। তবে সবার আগে বৃষ্টি হবে উত্তরবঙ্গে, দক্ষিণ বঙ্গে বর্ষা আসবে খানিক দেরিতে।