ওরা বলতে পারে না । কিন্তু, ওদেরও তো কষ্ট হয় । তাই, প্রবল ঠান্ডা থেকে বাঁচতে পুলিশ ক্যাম্পে ঢুকে পড়েছিল একটি হনুমান । তারপর কী হল জানেন ? ভাইরাল সেই ভিডিও ।
উত্তর প্রদেশের কানপুরের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল, পুলিশ কমিশনার ক্যাম্পে ঢুকে পড়ে হনুমানটি । তারপর দেখা যায়,অফিস ক্যাম্পে রাখা হিটারের সামনে জবুথবু হয়ে বসে পড়ে সে । সেইসময়, অফিস ক্যাম্পেই ছিলেন এসআই অশোক কুমার গুপ্ত । সমস্যা বুঝতে পেরে হনুমানটিকে তাড়িয়ে দেননি তিনি । ভিডিওতে দেখা গেল, হনুমানটিকে হিটারের সামনে বসিয়ে তার গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে দিচ্ছেন । গা গরম হয়ে যাওয়ার পর সেখান থেকে চলে যায় হনুমানটি ।
ভিডিওটি সামনে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় । পুলিশ কমিশনারের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা । ভিডিওটি ভাইরাল হতেই তা এক্স হ্যান্ডেলে কয়েক হাজার ভিউ হয়েছে ।