এবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী অনন্ত দেহাদরির বিরুদ্ধে আইনি চিঠি পাঠালেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। ওই আইনি চিঠিতে মহুয়া উল্লেখ করেছেন, ঝাড়খন্ডের গোড্ডা আসনের নির্বাচনের সময় নিশিকান্ত যে শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করেছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। সেকারণেই নিশিকান্তের সঙ্গে তাঁর সংঘাত বাঁধে। অন্যদিকে আইনজীবী দেহাদরির সঙ্গে মহুয়ার বন্ধুত্ব থাকলেও পরবর্তীতে তা অবনতি হয়।
মহুয়ার পাঠানো ওই চিঠিতে উল্লেখ রয়েছে, বারবার অশ্লীল মেসেজ পাঠাতেন দেহাদরি। এমনকি মহুয়ার পোষ্য কুকুরকে নিয়েও চলে গিয়েছেন বলে ওই অভিযোগ পত্রে জানানো হয়েছে।
Read More- টাকার বিনিময়ে সংসদে আদানি নিয়ে প্রশ্ন, মহুয়ার বিরুদ্ধে অভিযোগ বিজেপির
মহুয়া মৈত্রের আইনজীবীর অভিযোগ, তাঁর মক্কেলের বিরুদ্ধে CBI এর কাছে যে অভিযোগ পত্রটি পাঠানো হয়েছে তা সম্পূর্ণ ভুল। আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি কয়েকটি টুইটও করেছিলেন মহুয়া মৈত্র। সেখানে একযোগে একযোগে বিজেপি ও CBI কে আক্রমণ করেন তিনি।