মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মোহন যাদব। বুধবার সকালে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিজেপির শীর্ষ নেতারা।
মোহন যাদব ছাড়াও উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন রাজেন্দ্র শুক্লা এবং জগদীশ দেবড়া। এদিনের অনুষ্ঠান মঞ্চে প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহাণকেও দেখা গিয়েছে।
শপথ গ্রহণ শেষে মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, প্রধানমন্ত্রী দেশের উন্নতিতে যেভাবে কাজ করছেন তাঁকে অনুসরণ করে আগামী দিনের কার্যপ্রণালী চালিয়ে যাবেন তিনি। মধ্যপ্রদেশের বাসিন্দাদের উন্নতিতে যা করণীয় সবকিছুই করবেন বলে জানিয়েছেন।