মোদী পদবি মানহানি মামলায় সুরাত আদালতের রায়ের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) । সেক্ষেত্রে আর জেলে যেতে হচ্ছে না কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) । সুপ্রিম কোর্টের রায়ে বড় স্বস্তি পেলেন সনিয়া পুত্র ।
রাহুল গান্ধীকে দুই বছরের জন্য জেলের সাজা ঘোষণা করেছিল সুরাত আদালত । রাহুল গান্ধীর আবেদনের ভিত্তিতে তারই উপর এদিন স্থগিতাদেশ জারি করল বিচারপতি বি আর গাভাই, পি এস নরসিমা এবং সঞ্জয় কুমারের বেঞ্চ ।
আরও পড়ুন, Thane Viral Video : এনসিসি ক্যাডেটদের প্রশিক্ষণের নামে অমানবিক 'অত্যাচার '! থানের ভিডিও ভাইরাল
তিন বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, ”কেন রাহুলতে সাজা দেওয়া হল, তার কোনও কারণ নিম্ন আদালত ব্যাখ্যা করেনি। তাই এই শাস্তি স্থগিত রাখতে হবে।”
মোদী পদবী মানহানি মামলায় সুরাত আদালতে দোষী সাব্যস্ত হন রাহুল গান্ধী । দুই বছরের কারাদণ্ডের সাজা দেয় আদালত । সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের ভিত্তিতে তাঁর সাংসদ পদও খারিজ করে দেওয়া হয় ।
আদালতের সাজার রায়ে স্থগিতাদেশ চেয়েই প্রথমে গুজরাত হাই কোর্টের দ্বারস্থ হন রাহুল । কিন্তু তা খারিজ হয়ে যায় । এরপর শীর্ষ আদালতের দ্বারস্থ হন রাহুল গান্ধী । অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি পেলেন রাহুল গান্ধী ।