দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে থাকে। স্বপ্ন দেখে পছন্দের প্রতিষ্ঠানে পড়ার। কিন্তু এই কঠিন পরীক্ষায় নিজেদের পছন্দ চূড়ান্ত (চয়েস লকিং) করার আগেই জানতে পেরে যাবেন নিজের যোগ্যতা। এবছরই প্রথম চালু হচ্ছে ‘মক-অ্যালটমেন্ট’।
শুক্রবার ‘অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস’-এর (APAI) তরফে আয়োজিত একটি মেলায় মক টেস্টের ঘোষণা করেন রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান। আসন সংখ্যা থেকে, কী সাবজেক্ট সেটার একটা মহড়াও হয়ে যাবে।