সোনু কাণ্ডে (Sonu Nigam) ক্ষমা চাইলেন শিবসেনা বিধায়কের কন্যা। সোমবার মুম্বইয়ের এক অনুষ্ঠানে গায়ক সোনু নিগমের উপর হামলা হয়। অভিযোগ, ওই অনুষ্ঠানে শিবসেনার বিধায়ক প্রকাশ ফাটরেকরের পুত্র স্বপ্নিল ফাটরেকর সোনুর সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন। এরপর সোনু নিগম মঞ্চ থেকে নামার সময় তাঁকে ওই বিধায়কের ছেলে ধাক্কা দেন বলে অভিযোগ । সেইসময় গায়কের দেহরক্ষী সামনে এলে, তাঁকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ । এরপর সোনু নিগমকে বাঁচাতে বন্ধু রব্বানি খান এগিয়ে আসলে তাঁকেও ধাক্কা দেওয়া হয় ।
ঘটনায় অভিযোগ দায়ের করা হয়, তাতে নাম রয়েছে এমএলএ-র কন্যা সুপ্রদা ফাটরেকরেরও। অনুষ্ঠানের আয়োজকদের একজন সদস্য এবং ভাইয়ের হয়ে এদিন ক্ষমা চাইলেন বিধায়ক কন্যা। একটি বড় পোস্টে সুপ্রদা লেখেন,'আয়োজকদের পক্ষ থেকে আমি আনুষ্ঠানিক ভাবে শিল্পী ও তাঁর দলের কাছে ক্ষমাপ্রার্থী।”