ফের প্রতিবাদের মুখে কেন্দ্রের মোদী সরকার। রাজ্যে শান্তি না ফিরলে এবার পদক ফিরিয়ে দেওয়ার হুমকি মণিপুরের একডজন ক্রীড়াবিদের। এরমধ্যে রয়েছেন অলিম্পিকে রূপোজয়ী মীরাবাঈ চানু এবং মহিলাদের বিশ্ব বক্সিংয়ে চ্যাম্পিয়ন সরিতা দেবী। ইম্ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে একথাই জানিয়েছেন তাঁরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি জমা দিয়ে রাজ্যে অবিলম্বে শান্তি ফেরানোর অনুরোধ করেছেন ক্রীড়াবিদরা।
একদিকে দিল্লিতে কুস্তিগীররা, অন্যদিকে এবার মণিপুরে যোগ হলেন এই বারো ক্রীড়াবিদ। যাঁদের মধ্যে রয়েছেন ভারতীয় মহিলা দলের ফুটবলার বেমবেম দেবীও। রাজনৈতিক মহলের মতে, সরকারের বিরুদ্ধে দেশের ক্রীড়াবিদদের এমন ক্ষোভ আগে কখনই দেখা যায়নি। তাদের মতে, পর পর যে ভাবে ঘটনা ঘটেছে, তাতে চাপ বাড়ছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের উপরেই।
এদিকে, অশান্ত মণিপুরে অস্ত্র লুঠ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। গত কয়েকদিন ধরে যে ভাবে অশান্তি হয়েছে, তাতে এই অস্ত্র লুঠ হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।