নাবালিকাকে ধর্ষণ (Delhi Rape News) করে খুনের অভিযোগ । ঘটনায় ৩৬ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ । মধ্য দিল্লির যমুনা খাদার এলাকার ঘটনা (Minor Allegedly raped and murdered in Delhi) ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিহারের বাসিন্দা । কাজের সূত্রে গত ২০ বছর ধরে দিল্লিতে থাকেন । ওই ব্যক্তি পেশায় কসাই বলেই জানা গিয়েছে । জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল ওই ৮ বছরের নাবালিকা । পরিবারের অভিযোগ, রাতেই মায়ের সঙ্গে ঘুমাচ্ছিল ওই নাবালিকা, কিন্তু সকালে উঠে আর তাকে আর বাড়িতে পাওয়া যায়নি । থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছিলেন তার বাবা । এরপর যমুনা খদর এলাকা থেকে নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় । নাবালিকাকে ধর্ষণের পর তার গলা কেটে খুন করার অভিযোগ ওঠে । এমনকি, ওই নাবালিকার মুখ বিকৃত করার অভিযোগও উঠেছে ।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর অপরাধীর খোঁজে নামে প্রায় ৫০ সদস্যের একটি দল । প্রথমে সিসিটিভি ফুটেজ দেখে কোনও সূত্র মেলেনি । এরপর ওই এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয় । বিশেষ সূত্রে তারা জানতে পারেন ধৃত ব্যক্তি বেশ কিছু দিন ধরেই চকোলেট ও অন্যান্য জিনিস দিয়ে নাবালিকার সঙ্গে সু-সম্পর্ক তৈরি করেছিলেন । তাঁকে খুঁজে বের করে জেরা করা হয় । জেরায় তিনি সবটা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ । এমনকি, তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে নাবালিকার মায়েরও শারীরিক সম্পর্ক ছিল ।
জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি মাদক সেবন করতেন । গাঁজাও খেতেন । ঘটনার দিনও নাবালিকার বাড়ির বাইরে গাঁজা খেয়েছিলেন । বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে । ধর্ষণের পর তাঁর গলা কেটে খুন করে বলে অভিযোগ ।