মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের মধ্যেই ১০০ দিনের কাজের বকেয়া টাকার আশ্বাস দিল কেন্দ্র। বুধবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে(Pradip Majumder) ফোন করে একথা জানান কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং(Giriraj Singh)। সবকিছু ঠিকঠাক চললে আগামী কিছুদিনের মধ্যেই ১০০ দিনের বকেয়া টাকা পাবে বাংলা।
উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে ১০০ দিনের কাজের দরুন প্রায় ৭৫০০ কোটি টাকা পাওনা রয়েছে রাজ্য সরকারের(India Govt)। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর পঞ্চায়েত দফতরের দায়িত্ব পান পুলক রায়(MLA Pulak Ray)। তাঁর সময়েও এই সমস্যার সমাধান হয়নি। তারপরেই কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন সভায় সোচ্চার হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী(CM Mamata Bnaerjee)। এমনকি, বকেয়া টাকার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে(Narendra Modi) বেশ কয়েকবার চিঠিও দেন মমতা। অবশেষে তাঁর দিল্লি সফরের মধ্যেই বকেয়া টাকা পাঠানোর ক্ষেত্রে সবুজ সংকেত দিল কেন্দ্র।
দায়িত্ব পেয়েই প্রদীপ মজুমদার(Pradip Majumdar) দিল্লি গিয়ে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীর সঙ্গে দেখা করেন। গ্রামের উন্নয়নে(Manrega Fund) রাজ্যের একাধিক দাবি নিয়ে সোচ্চার হন তিনি। এরপরেই শুরু হয় তৎপরতা। এর মধ্যেই ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মমতা(CM Mamata Banerjee)। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বছর শেষের আগেই বরফ গলল।