মিনিয়েচার শিল্পী হিসেবে তাঁর জগতজোড়া নাম। এল ঈশ্বর রাও। রথযাত্রার প্রাক্কালে আবারও এক অসাধারণ শিল্পকর্মের মাধ্যমে নজর কাড়লেন তিনি। তৈরি করলেন ছোট্ট কাগজের রথ। জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথযাত্রার প্রস্তুতিতে পুরীতে যখন ধূমধাম শুরু হয়েছে, তার মাঝেই শিল্পী এল কে ঈশ্বর রাওয়ের এই পরিবেশ বান্ধব সৃষ্টি নজর কেড়েছে।
মাত্র ৯ ইঞ্চির রথ তৈরি করেছেন শিল্পী। সবটাই কাগজ দিয়ে। রথের মধ্যে রয়েছেন ভগবান জগন্নাথদেব, বলরামদেব এবং দেবী সুভদ্রা। এই তিন দেবদেবীর ছোট্ট মূর্তিগুলি তৈরি করা হয়েছে পাতলা নিম কাঠ দিয়ে।