পরিকল্পনা আগেই ছিল । অবশেষে মিগ-২১ বিমান বাতিলের সিদ্ধান্ত নিল ভারতীয় বায়ুসেনা । জানা গিয়েছে, মিগ-২১ বিমানে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে । অনেকের প্রাণহানি হয়েছে । তাই বহুদিন ধরেই ওই বিমান বাতিল করার পরিকল্পনা ছিল । রাজস্থানের দুর্ঘটনায় তিনজনের মৃ্ত্যুর পর ভারতীয় বায়ুসেনার তরফে ওই বিমান বাতিল করা হল ।
জানা গিয়েছে, ১৯৬০ সাল থেকে মোট ৭০০টি মিগ বিমান ব্যবহার করেছে ভারতীয় বায়ুসেনা । আর সবমিলিয়ে দুর্ঘটনা ঘটেছে ৪০০ বার । প্রাণ হারিয়েছেন অনেকে । উল্লেখ্য, ২০১৯ সালে মিগ-২১ বিমান ভেঙে পড়েই পাকিস্তানে আটক হয়েছিলেন ভারতীয় জওয়ান অভিনন্দন বর্তমান ।
উল্লেখ্য, চলতি মাসেই রাজস্থানে একটি মিগ-২১ বিমান ভেঙে পড়ে । রুটিন ট্রেনিং চলছিল । বেশ কিছুক্ষণ ওড়ার পরে বিমানটি আচমকাই রাজস্থানের হনুমানগড়ে একটি বাড়ির ছাদের উপরে ভেঙে পড়ে । ঘটনায় তিনজনের মৃত্যু হয় । ঘন ঘন দুর্ঘটনার জন্য বসিয়ে দেওয়া হয়েছে মিগ বিমানকে ।