মেট্রোর (Metro Rail) লাইনে দাঁড়াতে হবে না। আলাদা কোনও অ্যাপও ডাউনলোড করতে হবে না। ফোনের গুগল ম্যাপই (Google Map) ভরসা। ভিড় এড়িয়ে আপনার গন্তব্যের টিকিট কেটে ফেলতে পারবেন। দেশের সব মেট্রো রেলেই এই সুবিধা আসছে।
কীভাবে! গুগল ফর ইন্ডিয়া ইভেন্টে গুগল ম্যাপের এই নয়া ফিচারের কথা ঘোষণা করা হয়েছে। আগামী কয়েকদিনের সব মেট্রোপলিটন শহরে এই সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন - পুজোয় দুর্দান্ত অফার, ৬৯৯ টাকায় দশটা সিনেমা দেখা যাবে তাও INOX-এ
গুগল ক্লাউড ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর বিক্রম বেদি জানিয়েছেন, Google, ONDC-এর সঙ্গে যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু করছে। টিকিট বুক করার পর Google এর নিজস্ব পেমেন্ট গেটওয়ে প্ল্যাটফর্ম Google Pay-এর মাধ্যমে পেমেন্ট করে দিতে পারেন।