সোমবার সকাল থেকেই চাপা উত্তেজনা জম্মু-কাশ্মীরে । ৩৭০ ধারা নিয়ে আজ রায়দান সুপ্রিম কোর্ট । জম্মু-কাশ্মীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । এদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি-সহ পিডিপি-র নেতাদের গৃহবন্দী করা হয়েছে । এমনই দাবি করেছেন মেহবুবার মেয়ে ইলতিজা মুফতি । যদিও, এই দাবি খারিজ করে দিয়েছেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা ।
মেহবুবার মেয়ে ইলতিজা মুফতির দাবি, তাঁদের খিমবার বাসভবনে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে । তাঁদের গৃহবন্দী করা হয়েছে । অন্যদিকে, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সহ বিশিষ্ট নেতাদের বাসভবন, সেই গুপকার রোডে কিছুও বিধিনিষেধও জারি করা হয়েছে বলে খবর । তবে, রাজ্যপালের দাবি, ' সম্পূর্ণ ভিত্তিহীন। জম্মু-কাশ্মীরে রাজনৈতিক কারণে কাউকে গৃহবন্দী বা গ্রেপ্তার করা হয়নি । এটা গুজব ছড়ানোর চেষ্টা চলছে ।'