আজ জম্মু-কাশ্মীরের জন্য গুরুত্বপূর্ণ দিন । ৩৭০ ধারা বাতিল নিয়ে রায় দেবে সুপ্রিম কোর্ট । চাপা উত্তেজনা জম্মু-কাশ্মীরে । নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । জম্মু-কাশ্মীরের পক্ষেই রায় দেবে সুপ্রিম কোর্ট, এই আশায় রয়েছেন সেখানকার বাসিন্দারা । কিন্তু, পিডিপি প্রধান তথা জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি মনে করছেন, আজ এমন একটা সিদ্ধান্ত আসতে চলেছে যা, জম্মু-কাশ্মীরের পক্ষে হবে না । তাঁর কথায়, জম্মু-কাশ্মীরের পুলিশ প্রশাসনের বেশকিছু পদক্ষেপ সেরকমই ইঙ্গিত দিচ্ছে । অন্যদিকে, গুলাম নবি আজাদ জানান, ৩৭০ ধারা উপত্যকাবাসীর ইমোশনের সঙ্গে জড়িয়ে রয়েছে । তিনি আশা করছেন, সুপ্রিম কোর্ট তাঁদের পক্ষেই রায় দেবে ।
মেহবুবা মুফতি সংবাদমাধ্যমের উদ্দেশে বলেন, 'শুক্রবার রাত থেকে আমরা প্রত্যক্ষ করছি যে থানাগুলি বিভিন্ন দলের, বিশেষ করে পিডিপি-র কর্মীদের নাম তালিকাভুক্এত করছে, মনে হচ্ছে এমন সিদ্ধান্ত আসতে চলেছে যা এই দেশ ও জম্মু-কাশ্মীরের পক্ষে নয় । শুধুমাত্র বিজেপির এজেন্ডার জন্য কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা দুর্ভাগ্যজনক ।"
গুলাম নবি আজাদ বলছেন, "আমি আগেই বলেছি... শুধুমাত্র দু'টি (প্রতিষ্ঠান) আছে, যারা ৩৭০ এবং ৩৫এ ধারা জম্মু ও কাশ্মীরের জনগণকে ফিরিয়ে দিতে পারে, এক হল সংসদ এবং আরেকটা হল সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালতের বেঞ্চ নির্দলীয় এবং আমরা আশা করি এটি জম্মু-কাশ্মীরের জনগণের পক্ষে সিদ্ধান্ত দেবে"